পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে শিক্ষার্থীরা

7

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা আয়োজিত ‘পমা পরিবেশ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের বলেছেন, শিক্ষার্থীরাই একটি সুন্দর পরিবেশবান্ধব স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। তাই নানা কর্মসূচির মাধ্যমে তাদেরকে পরিবেশ সচেতন, আগ্রহী ও পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও সত্যিকারের মানুষে পরিণত করা গেলে ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণের পথ মসৃণ হয়ে যাবে। পমা বহুমুখী কর্মসূচীর মাধ্যমে যেভাবে শিশুদের পরিবেশ সচেতন ও প্রতিভা বিকাশে প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছে তা অন্যরাও অনুকরণ অনুসরণ করলে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ অর্জনে বেশিদিন অপেক্ষা করতে হবে না। তিনি গত ১২ জুলাই শুক্রবার ‘পমা পরিবেশ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ২০১৪’-এ অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। পমা চেয়ারপারসন প্রফেসর হাসিনা জ্কাারিয়ার সভাপতিত্বে¡ ও অধ্যক্ষ বদরুল হাসান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ কামাল উদ্দিন, লায়ন জাহাঙ্গীর মিঞা, কলামিস্ট মুহাম্মদ মুসা খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর নিয়াজ উদ্দিন। পমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ’র স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, এসএম সিরাজদৌলা, কাজী গোলাপ রহমান, কথাসাহিত্যিক জসিম উদ্দিন মাহমুদ, রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু, কবি নাসরিন সুলতানা খানম, অধ্যক্ষ অর্পিতা নারগিস, অধ্যক্ষ সুলাইমান কাসেমী।
ধন্যবাদ বক্তব্য দেন পমা’র নির্বাহী সভাপতি আমিনুর রশীদ কাদেরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অতি নিবিড়। তাই প্রকৃতির ক্ষতি হলে মানুষেরও ক্ষতি হয়। কিন্তু আমরা আজ নানা ভাবেই প্রকৃতির ক্ষতি করে চলেছি। এ চিত্রের অবসানে বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র।