শিক্ষার্থীদের গাছের চারা ও বই বিতরণ

8

দুই শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ও সাংগঠনিক ‘বনায়ন’ প্রকল্প বাস্তবায়নে গাছের চারা প্রদান করা হয়েছে ফটিকছড়িতে। ১২ জুলাই শুক্রবার আলহাজ্ব জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ‘‘ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রথমে উপজেলার মির্জারহাট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও রোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে নারায়ণহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায়ও কর্মসূচীর আওতায় গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের জন্য পরিবেশভিত্তিক বই প্রদানও করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন আলহাজ¦ জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশনের সমন্বয়ক মাষ্টার আব্দুল মজিদ, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.ও.ম ফারুক হোসাইন, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য তৌহিদুল আলম মুন্সী, মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফিরোজ খাঁন, ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশের সমন্বয়ক নোমান বিন খুরশীদ, নাবিল হাসান, আবু মুহায়মিন চৌধুরীসহ প্রমুখ। বিজ্ঞপ্তি