আনোয়ারায় পাঁচ হাজার কেজি মাছ জব্দ

2

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ সময়ে মাছ আহরণ ও পরিবহন করায় দুই ট্রাক লইট্যা ও বাইলাসহ বিভিন্ন প্রজাতীর সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা থেকে এসব মাছের ট্রাক আটক করা হয়। এসময় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ট্রাকের ড্রাইভারদের ৫হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।অভিযানের বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, সরকার ৬৫ দিন সাগরে মাছ আহরন,পরিবহন, বিক্রি নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ সময়ে মাছ পরিবহন করায় আনুমানিক সাড়ে ৫ হাজার কেজি লইট্যা ও বাইলা মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৩লাখ ১২ টাকায় নিলাম বিক্রি করা হয়।