এইচপিএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি

6

‘গাছ লাগায় জীবন বাঁচায়’ এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (এইচপিএফ)’র উদ্যোগে নগরীর বিভিন্ন পরিত্যাক্ত জায়গায়, রাস্তার পাশে, নদীর তীরে গতকাল ১২ জুলাই সকাল ১১টায় স্বেচ্ছাসেবীবৃন্দ ৫টি টিমে বিভক্ত হয়ে বনজ ও ঔষধী বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন করেন। কর্মসূচীতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হৃদয় দে, কার্যকরী কমিটির শরণ বড়ুয়া, অন্তু দে, পূজা ভট্টাচার্য্য, প্রিয়া ভট্টাচার্য্য, পুলক চৌধুরী, মোঃ নুর, কান্তা দেবনাথ, মোঃ এরশাদ, সৌরভ বসাক, অমিত দে, অন্তুজিৎ দাশ, মৈত্রী বিশ্বাস, মোঃ এরশাদ, সুমন চৌধুরী, নুসরাত ইলা, জান্নাতুল নাঈম, মানসী বড়ুয়া, শান্তজিৎ মল্লিক, মোঃ মনির, পপি চক্রবর্তী, শর্মিলা চক্রবর্তী, মোঃ রুবেল প্রমুখ।