প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস চবি’র অভিষেক কাল

9

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ের নবগঠিত ৭ম কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সমিতির ২ যুগ পূর্তি অনুষ্ঠান ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় নগরীর স্টেশন রোডস্থ পর্যটন কর্পোরেশন পরিচালিত হোটেল সৈকতের সাঙ্গু ব্যাঙ্কুইট হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের প্রধান অতিথি, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বিশেষ অতিথি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, প্রবীণ প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সফল করার লক্ষে ১২ জুলাই বিকালে নগরীর হোটেল সৈকত রেস্টুরেন্টে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক লেয়াকত হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মফিজুল হক ভূঁইয়া, সাবেক সভাপতি ও উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কবির খসরু, যুগ্ম সম্পাদক কাজী আলাউদ্দিন আজাদ, সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা, কেক কাটা, শপথ বাক্যপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র সহ মেজবানির আয়োজন করা হয়েছে। সভায় সভাপতি মো. শাহ আলম ও প্রস্তুতি কমিটির আহবায়ক লিয়াকত হোসেন খোকন সমিতির সকল জীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি