আনোয়ারা হাসপাতালে অনুপস্থিত অধিকাংশ চিকিৎসক

9

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এসময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদসহ অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদকে ফোন করলে তিনি আসার পথে রয়েছেন বলে জানান। এসময় সিভিল সার্জন অনুপস্থিত ডাক্তারদের হাজিরা খাতায় লাল কালির দাগ দিয়ে দেন বলে জানা যায়। এর আগে গত ২৭ জুন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানে ১৮ জন চিকিৎসকের মধ্যে ১৪ জনকে অনুপস্থিত পান।
জানা যায়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাম্প্রতিক সময়ে অনিয়ম অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। যা বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হয়। যার ফলশ্রæতিতে গত এক সপ্তাহে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের দুইজন উর্ধ্বতন কর্মকর্তা হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনের বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী পূর্বদেশকে জানান, দৈনন্দিন রুটিনওয়ার্ক হিসেবে আনোয়ারা হাসপাতাল পরিদর্শনে গিয়েছি। যেসব অব্যবস্থাপনা চোখে পড়েছে সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মন্ত্রী মহোদয়কে জানানো হবে।