শিশুদের সুনাগরিক গড়ে তুলতে চাই তৃণমূলে সাংস্কৃতিক চর্চা

16

গ্রাম পর্যায়ে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের-নজরুল নৃত্য জানতে একটি সুন্দর কর্মসূচি। প্রকৃতপক্ষে গ্রাম পর্যায়ে সাংস্কৃতিক চর্চা বর্তমানে খুব কঠিন। গ্রাম পর্যায়ে সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করার উদ্যোগ নিতে হবে। প্রতিটি গ্রামের স্কুলে সপ্তাহে অন্তত একদিন বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি প্রতিটি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ করা উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর কর্তৃক আয়োজিত নৃত্যশিল্পীদের সমন্বয়ে গত ২৪ মে শুক্রবার বিকাল প্রদীপ কান্তি রায়ের শিল্প নির্দেশনায়, নৃত্যশিল্পী ঈশিতা চক্রবর্তীর সঞ্চালনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন নজরুল বাঙালির চিন্তা ও চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নজরুলের নৃত্যচর্চার প্রয়োজন। যত বেশি নজরুল নৃত্যচর্চা হবে তত বেশি আগামী প্রজন্মের মেধা ও মননের বিকাশ ঘটবে। আলোচনা শেষে নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরীর নেতৃত্বে একক নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী রিংকি চক্রবর্তী, আগ্রিকা চক্রবর্তী, সৃজা চক্রবর্তী, অনুস্কা দেবী, রশ্নিদেবী, মেঘলা নাথ, প্রণমী দেবী, আরাধ্যা রায় তিথি, আরোহী রায়, প্রত্যুষা রায়, অনন্যা দাশ, চুমকি চক্রবর্তী প্রমুখ।