আল্লাহর ঘরের মেহমান হওয়া ভাগ্যের বিষয় : এমপি আবদুচ ছালাম

14

প্রায় ৩ শতাধিক হজ্বযাত্রী নিয়ে অনুষ্ঠিত হয়েছে হজ¦ প্রশিক্ষণ কর্মশালা। ট্রাভেল এজেন্সি ‘ট্রাভেল জোনের’ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে এসময় ট্রাভেল জোন ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়।
শনিবার দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় একটি কনভেনশন হলে প্রশিক্ষণ কর্মশালা এবং ট্রাভেল জোন ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়। ট্রাভেল জোনের স্বত্বাধিকারী কাজী মুহাম্মদ আব্দুল হক শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি আবদুচ ছালাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, ওমরগণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক আ. ফ. ম খালিদ হোসেন, বাংলাদেশ বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং এ একে এম শাহিদুল হাসান, বাংলাদেশ বিমানের ডিস্ট্রিক ম্যানেজার এমডি শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবদুচ ছালাম বলেন, আল্লাহর ঘরের মেহমান হওয়া ভাগ্যের বিষয়। এটা আল্লাহর নেয়ামত। এখানে এমন কিছু নির্দশন আছে যেগুলো সারাবিশ্বে আর কোথাও পাওয়া যাবে না। আপনারা হজ্বে যখন যাবেন তখন যদি আমাকে স্মরণ করেন সেটাই হবে আমার জীবনের স্বার্থকতা। সেজন্যই আজ আমি এখানে আসলাম। আমি ট্রাভেল জোনের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন ফারুক, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এনামুল হক, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আব্দুল মাবুদ, দঈফুর রহমান হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আব্দুর রহমান, শাহ আহমদিয়া ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মাওলানা মুহাম্মদ আবু মুহসিন মুনিরী। ট্রাভেল জোনের মোয়াল্লিম (প্রশিক্ষক) আবু সায়েম মুহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, ট্রাভেল জোনের স্বত্বাধিকারী মোজাহেদ হোসেনসহ আরও অনেকে।
এসময় হজ্ব যাত্রায় ট্রাভেল জোন সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বক্তারা। তাদেরই একজন রেয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সারোয়ার কামাল। তিনি বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ হজ¦যাত্রীদের কাছ থেকে দোয়া চাওয়ার সুযোগ হয়েছে। গতবার আমিও ট্রাভেল জোনের মাধ্যমে হজ্বে গিয়েছিলাম। আমার বাবা এখন আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। উনার বয়স প্রায় ৮৫ বছর। ওইখানে ট্রাভেল জোনের যে এক্সপার্ট টিম রয়েছে তাদের কাছ থেকে খুব ভালো সেবা পেয়েছি। অনেক কাফেলা আছে যারা কথা আর কাজে মিল রাখে না। কিন্তু ট্রাভেল জোন একেবারেই ব্যতিক্রম।’
সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ২০১৮ সাল থেকে নিয়মিত হজ্ব যাত্রী পাঠানো শুরু করে প্রতিষ্ঠানটি। এজেন্সির মাধ্যমে প্রতিবছর ৫ শতাধিক ওমরা যাত্রী যাত্রা করেন। বড় পরিসরে প্রথম বারের মতো হজ্ব যাত্রী পাঠানো শুরু হয়েছে। চট্টগ্রাম, ঢাকা ছাড়াও দেশের বাইরে দুবাই ও আবধাবীতে প্রতিষ্ঠানটির অফিস (শাখা) রয়েছে। সদ্য উদ্বোধন হওয়া ‘ট্রাভেল জোন ওয়েব পোর্টালের’ মাধ্যমে ঘরে বসেই ডমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টিকিট কাটতে পারবেন যাত্রীরা। বিজ্ঞপ্তি