সেবা ও দায়িত্বে মায়ের প্রতি নিবেদিত হওয়া চাই

12

মায়ের অপরিসীম ভালোবাসা, নিঃস্বার্থ প্রয়াস, জীবনব্যাপী অনন্য ত্যাগ ও অবদানের কারনেই আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। সুতরাং সন্তানদেরকেও মায়ের প্রতি যথাযথ সেবায় ও দায়িত্বে নিবেদিত হতে হবে। চট্টগ্রামের খুলশী সেগুনবাগান সংলগ্ন ওব্যাট জুনিয়র হাই স্কুলে বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের উপ-সচিব, পরিবেশ অধিদপ্তর-চট্টগ্রাম’র পরিচালক নাসিম ফারহানা শিরীন উপরোক্ত বক্তব্য রাখেন। অদ্য ১৫ মে ওব্যাট হেল্পার্স’র আয়োজনে মুখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংগঠক, ব্রাইট বাংলাদেশ ফোরাম’র পরিচালক নাসরিন সুলতানা খানম। ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব বেংগল সিটির প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব লুসাই হিলসের পাষ্ট প্রেসিডেন্ট মমতাজুন্নেছা বেগম সুমা, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, রোটারিয়ান মেহবুব আলী হক, শিক্ষক প্রশিক্ষক শামীম নিঘাত প্রমুখ। উল্লেখ্য, চারজন সফল মাকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক।