শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস প্রদানের আহবান

2

পবিত্র ঈদ-উল-ফিতরের আগেই সকল সরকারি-বেসরকারি শিল্প ও কল-কারখানাসহ দোকান-পাটের শ্রমিক কর্মচারীদের বেতনভাতা-বোনাসসহ প্রাপ্য বকেয়া পাওনা পরিশোধ করার জন্য চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু কর্তৃপক্ষ ও মালিকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের আগেই শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার বিগত বছরগুলোতে আগে ভাগে নির্দেশনা দেয়া সত্তে¡ও লক্ষ্য করা গেছে যে, কোন কোন সেক্টরে কর্তৃপক্ষ-মালিকরা তা অগ্রাহ্য করে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ ন্যায্য পাওনা প্রদান করেনি। ফলে শ্রমিক-কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন। এতে জনর্দুভোগও সৃষ্টি হয়েছিল এবং এই পরিস্থিতি সরকারকেও বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়েছিল। তাই এবারও যাতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে জন্যে কর্তৃপক্ষ-মালিক পক্ষকে শ্রমিক-কর্মচারীর বেতন ভাতা বোনাস ও ন্যায্য বকেয়া পাওনা পরিশোধ করে তাদেরকে ঈদ উৎসব উদযাপনের সুযোগ করে দেয়া হউক। এক্ষেত্রে যদি ব্যত্যয় ঘটে এবং বাধ্য হয়ে শ্রমিক কর্মচারীরা রাস্তায় নামলে তার দায় মালিক কর্তৃপক্ষকেই বহন করতে হবে। বিজ্ঞপ্তি