নাসরিন একাডেমিতে সাবিনা-সানজিদা

3

স্পোর্টস ডেস্ক

অনেক জলঘোলার পরে শেষ হলো নারী লিগের আনুষ্ঠানিক দলবদল। বসুন্ধরা কিংস এবারের লিগে অংশ না নেওয়ায় জাতীয় দলের ফুটবলাররা ছিলেন শঙ্কায়। সেই শঙ্কা কেটে গেছে। নাসরিন স্পোর্টস একাডেমিতে খেলবেন জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারই। অন্যদিকে দলবদলের শেষ দিনে চমক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব। মোট ৯ দল নিয়ে এবারের লিগ আয়োজিত হবে। ৯ দলের মধ্যে কাগজে কলমে শক্তিশালী দল গড়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। গত তিন আসরে বসুন্ধরা কিংসকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করিয়েছিলেন সাবিনা-সানজিদাসহ জাতীয় দলের অন্যান্য তারকা ফুটবলাররা। এবার নাসরিন একাডেমি এবার তারকায় ঠাঁসা দল গড়েছে। সাবিনা খাতুন, সানজিদা ইসলাম, রুপনা চাকমা সহ জাতীয় দলের অধিকাংশ ফুটবলারই রয়েছে এই দলে। তারকায় ঠাঁসা এই দলের বেশিরভাগ খেলোয়াড়ই আগে খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে। এবার কিংসের সমান পারিশ্রমিক না পেলেও কাছাকাছি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানিয়েছেন সাবিনা।
২০২২ সালে হওয়া সর্বশেষ নারী লিগে দল ছিল ১২টি। এবার খেলছে ৯টি। শেষ দিকে চমক দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বসুন্ধরা কিংস ছাড়াও গত লিগে অংশ নেওয়া দলের মধ্যে এবার নেই বরিশাল ফুটবল একাডেমি, কুমিল্লা ইউনাইটেড ও এফসি ব্রাহ্মণবাড়িয়া। এবারের নারী লিগের দলগুলো আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, উত্তরা ফুটবল ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, নাসরিন স্পোর্টস একাডেমি, সদস্য পুস্করিনি যুব স্পোটিং ক্লাব, জামালপুর কাচারীপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।