সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার

1

‘প্রত্যেক প্রাপ্তবয়স্কের সুস্থ জীবনের সহযাত্রী- ইন্টারনাল মেডিসিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘বিশ্ব ইন্টারনাল মেডিসিন দিবস’ পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচার গ্যালারিতে মেডিসিন বিভাগের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাপ্তবয়স্ক রোগীদের রোগ নির্ণয়, চিকিৎসা, ফলো-আপ ও প্রতিরোধমূলক যত্নের একটি পূর্ণাঙ্গ পদ্ধতি বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মেডিকেল এডুকেশন ইউনিট এর চেয়ারম্যান ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতাল পরিচালক (এএন্ডপি) অধ্যাপক ডা. আবু মনসুর মো. দিদারুল আলম। সেমিনারে সঞ্চালক ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মেহেরুনেছা খানম। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, অধ্যাপক ডা. নাসিমা আক্তারসহ অন্যান্য শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি