জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে খলিলুর রহমান

1

জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট, দুই গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারিভাবে দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান। আগের পদবি পরিবর্তন করে তাকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। খবর বাংলানিউজ’র
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত ড. খলিলুর রহমানের পদবি পরিবর্তন করে এখন থেকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে বিবেচিত হবেন।
একইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়েও সহায়তা করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ড. খলিলুর রহমানকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।