নিজস্ব প্রতিবেদক
নগরীর চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকা থেকে যুবক সোহেব রুমির (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাতে পোড়া জখমের চিহ্ন রয়েছে। যা দেখে পুলিশ ধারণা করছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে শক লেগে তিনি মারা গেছেন।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে আবাসিকের ১ নম্বর সড়কের ফেদিয়া পুকুরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহেব রুমি নগরীর বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এলাকার মো. ইকবালের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। চান্দগাঁও থানার ওসি মো.আফতাব উদ্দিন জানান, মরদেহটি একটি বৈদ্যুতিক পিলারের নিচে পাওয়া যায়। তার পাশে কাটা বৈদ্যুতিক তারও পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, সোহেব রুমি তারগুলো চুরি করতে এসে বৈদ্যুতিক শক খেয়ে পিলারের নিচে পড়ে যান। তার এক হাতে পোড়ার মতো দাগও পাওয়া গেছে।