এমপিদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নিয়োগের সুপারিশ

4

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদের তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য এবং তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং মো. আবদুচ ছালাম বৈঠকে অংশগ্রহণ করেন। খবর বাংলানিউজের।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বিটিভির প্রতিনিধিদের খোঁজ খবর নেওয়ার জন্য ডিসি অফিসে পত্র পাঠানো এবং তাদের জন্য ক্যামেরা সরবরাহ করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এসময় বাংলাদেশ বেতারের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভালো মানের অনুষ্ঠান প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়।