বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২০ 19 ফসলি জমি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট করে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ইটভাটা। আইন অমান্য করে এসব ইটভাটায় ব্যবহার করা হচ্ছে আবাদি জমির উর্বরা মাটি, পোড়ানো হচ্ছে বনের কাঠ। ছবিটি রাঙ্গুনিয়ার গুমাইবিল থেকে গতকাল তোলা। ছবি : স্টার মেইল।