42

আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে ইরান সফর করেছে তালেবানের একটি প্রতিনিধি দল। রবিবার দেশটিতে পৌঁছানোর পর তেহরানের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দলটির সদস্যরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালেবানের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করা হয়েছে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তেহরানে তালেবান প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন।
আফগান সরকারের সঙ্গে সমন্বয় করেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।