30

দরবারে রাজা কৃষ্ণচন্দ্রের খুব কাছেই বসত গোপাল। একদিন কোনো কারণে রাজা কৃষ্ণচন্দ্রের মেজাজ খুব খারাপ। সবার সঙ্গেই খারাপ ব্যবহার করছেন তিনি। এক পর্যায়ে গোপালের ওপরও ক্ষেপে উঠলেন
গোপাল তুমি নিজেকে ভাব কী ? তোমাকে আমার এত কাছে বসতে দিয়েছি দেখে ভেব না তোমাকে আমার সমকক্ষ ভাবছি।
আজ্ঞে না, সেটা তো আমিও ভাবি না।
ভাবনা যখন তা হলে বল তোমার আর আমার মধ্যে পার্থক্য কত ?
আজ্ঞে মাত্র দেড় হাত।
বলাই বাহুল্য গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের দেড়হাত দূরেই বসতেন। গোপালের উত্তর শুনে রাজা হেসে ফেললেন। দরবারে স্বস্তি নেমে এল।