৮ পদের বিপরীতে লড়ছেন ২২ প্রার্থী

11

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ৮ পদের বিপরীতে লড়ছেন ২২ জন প্রার্থী। সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার করেছে একজন। সবচেয়ে বেশি লড়ছেন কার্যকরি সদস্য পদে এবং সবচেয়ে কম লড়ছেন সাধারণ সম্পাদক পদে। এতে দেখা যায় সহ-সভাপতি দুটি পদে বিপরীতে লড়ছেন চার জন প্রার্থী। সাধারণ সম্পাদক পদের বিপরীতে লড়ছেন দুই জন। যুগ্ম-সম্পাদক দুটি পদের বিপরীতে ছয় জন এবং কার্যকরি সদস্য পদে তিনটি পদের বিপরীতে ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল শিল্পকলা একাডেমি চট্টগ্রাম কার্যনির্বাহী কমিটি নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। একই সাথে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে ব্যালট নাম্বারও বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৮জুন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৩টা পযর্ন্ত।
সহ-সভাপতি ঃ সহ-সভাপতির দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- অঞ্চল কুমার চৌধুরী, ব্যালট নাম্বার ১। এস. কে.এস মাহমুদ (আলোক মাহমুদ), ব্যালট নাম্বার ২। তাপস শেখর, ব্যালট নাম্বার ৩ এবং দীপেন কান্তি চৌধুরী, ব্যালট নাম্বার ৪।
সাধারণ সম্পাদক ঃ সাধারণ সম্পাদক পদের বিপরীতে লড়ছেন দুইজন। এরা হলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম (হাসান জাহাঙ্গীর), ব্যালট নাম্বার ১ এবং গত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ব্যালট নাম্বার ২।
যুগ্ম সম্পাদক ঃ যুগ্ম সম্পাদকের দুটি পদের বিপরীতে ৬ জন লড়ছেন । তারা হলেন- আলাউদ্দিন তাহের, ব্যালট নাম্বার ১ । কঙ্কন দাশ, ব্যালট নাম্বার ২। কমল দাশ, ব্যালট নাম্বার ৩। মো. জামশেদ উদ্দীন ব্যালট নম্বার ৪। মো. শহিদুল করিম চৌধুরী নিন্টু, ব্যালট নাম্বার ৫ এবং মুহাম্মদ সাজ্জাত হোসেন, ব্যালট নাম্বার ৬।
কার্যকরি সদস্য ঃ কার্যকরি সদস্য তিনটি পদের বিপরীতে লড়ছেন ১০ জন। তারা হলেন, আশিকুর রহমান, ব্যালট নাম্বার ১। বাপ্পা চৌধুরী, ব্যালট নাম্বার ২। বিশ্বজিৎ পাল, ব্যালট নাম্বার ৩। মো. আকরাম হোসেন (বাপ্পী আলমগীর), ব্যালট নাম্বার ৪। মোহাম্মদ আলী (আলী প্রয়াস), ব্যালট নাম্বার ৫। মো. সেলিম রেজা সাগর, ব্যালট নাম্বার ৬। মো. হানিফ খন্দকার, ব্যালট নাম্বার ৭। রুবেল দাশ প্রিন্স, ব্যালট নাম্বার ৮। রহিমা খাতুন লুনা, ব্যালট নাম্বার ৯ এবং সামশুল হায়দার তুষার, ব্যালট নাম্বার ১০।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন জানান, আট পদের বিপরীতে ২৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে কার্যকরি সদস্য পদে একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।’