২১ ও ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ মঞ্চায়ন

30

পূর্বদেশ অনলাইন
বাংলা নাটকের নবতরঙ্গের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী সৃজন-কীর্তি কাব্যনাটক ‘বিসর্জন’। তির্যক নাট্যদল প্রযোজনা ‘বিসর্জন’ আগামী ২১ ফেব্রুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি শুক্রবার প্রতিদিন সন্ধ্যে ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চায়িত হবে। ‘বিসর্জন’-এর মূলকথা প্রেমের সাথে প্রতাপের দ্বন্দ্ব ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং সরল মানবিকতার সম্পর্কের পক্ষে বিসর্জনের যে বাণী শতবর্ষ পরেও তার তাৎপর্য অমলিন। বাংলাদেশের সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে ‘বিসর্জন’ নাটক প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, তির্যক নাট্যদল প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার পরিকল্পিত ও নির্দেশিত ‘বিসর্জন’ প্রথম মঞ্চস্থহয়- ৯ আগস্ট ১৯৯৫। এ পর্যন্ত ‘বিসর্জন’-এর ২৪৭ তম প্রদর্শনী সম্পন্ন হয়েছে। নাটকের অগ্রিম টিকেটের জন্যে যোগাযোগ: ০১৮১৮-৪৬০২৯৯ বা টিআইসি হল কাউন্টার। ‘বিসর্জন’ নাটকে অভিনয় ও নেপথ্যের কুশীলবরা হলেন- লাকী আমিন, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম রাজিব, ফারজানা ইসলাম টিনা, রিপন কুমার বড়ুয়া, অমিত চক্রবর্তী, অজয় ত্রিপুরা, সাইদুর রহমান চৌধুরী, হৃদয় দেব, শহিদুল ইসলাম রিয়াদ, অর্পিতা চৌধুরী রুপা, রমিজ আহমেদ, এ. কে. এম ইছমাইল, শায়লা শারমিন স্বাতী, তনিমা তাসমিন ও আহমেদ ইকবাল হায়দার।