১২ বলে ৭ রানে ৬ উইকেট শাদাব খানের হ্যাটট্রিক

2

স্পোর্টস ডেস্ক

জয়ের জন্য শেষ ৭ ওভারে দরকার ৬২ রান, হাতে ৬ উইকেট। পঞ্চাশোর্ধ জুটিতে উইকেটে দুই ব্যাটসম্যান। ম্যাচের লাগাম অনেকটাই তখন ক্যান্ডি ফ্যালকন্সের হাতে। কিন্তু নাটকীয় ব্যাটিং ধসে ১২ বলের মধ্যে স্রেফ ৭ রানে শেষ ৬ উইকেট হারাল তারা। শাদাব খানের চমৎকার হ্যাটট্রিকে বড় জয় তুলে নিল কলম্বো স্ট্রাইকার্স। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মঙ্গলবার ৫১ রানের জয়ে শুভসূচনা করে কলম্বো। তাদের ১৯৮ রানের জবাবে ২৫ বল বাকি থাকতে ১৪৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়ায় ৪২ বলে দরকার তখন ৬২। এরপরই পাল্টে যায় চিত্র। চতুর্দশ ওভারে স্রেফ ৩ রান দিয়ে ম্যাথিউসকে (২০ বলে ২৫) ফিরিয়ে ৩১ বলে ৬০ রানের জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। পরের ওভারে শাদাবের প্রথম ৩ বলে আসে ৬ রান, পরের তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন পাকিস্তানের এই লেগ স্পিনার। একে একে ফিরিয়ে দেন হাসারাঙ্গা (১৪ বলে ২৫), আঘা সালমান ও পাভান রাথনায়েকেকে। পরের ওভারে দাসুন শানাকা ও কাসুন রাজিথাকে বিদায় করে কলম্বোর জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। এলপিএলে অভিষিক্ত শাদাব ২২ রানে ও ওয়েলালাগে ২০ রানে নেন ৪টি করে উইকেট। দ্বিতীয় বোলার হিসেবে এলপিএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন শাদাব।