১০ মাদকসেবীর দন্ড, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ

44

নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে নগরীর নতুন ব্রিজ ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করে অর্থদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা ও শিরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দুপুরে আগ্রাবাদ লাকি প্লাজার আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। এসময় ১০ মাদকসেবীকে আটক করে জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা জানান, আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ মাদকসেবীকে আটক করি। তাদেরকে মাদক সেবন অবস্থায় পাওয়া যায়। তাদের অর্থদন্ডের পাশাপাশি বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার শাহ আমানত সেতু সংযোগ (নতুন ব্রিজ) এলাকায় মান্নান টাওয়ারের বাবা স্টোরকে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এরপর নন্দনকানন বৌদ্ধ মন্দির এলাকায় আরেক ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদোত্তীর্ণ নষ্ট প্রসাধনী রাখায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, আমরা কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেছি। নতুন ব্রিজ এবং নন্দনকানন এলাকার দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ ফেসওয়াশ, ক্রিম, শ্যাম্পু এবং সাবান পেয়েছি। মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।