হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সিওনতেক

1

স্পোর্টস ডেস্ক

একে একে সব বাধা পেরিয়ে পাঁচ বছরে চতুর্থবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন ইগা সিওনতেক। ২০২০ সালে প্রথমবার রোলাঁ গারোঁতে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন এই পোলিশ। পরের বছর শ্রেষ্ঠত্ব হারালেও ২০২২ সাল থেকে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন এই ক্লে কোর্টে। এবার তো হ্যাটট্রিক শিরোপা জিতলেন। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর প্রথম নারী হিসেবে টানা তিন বছর এই টুর্নামেন্টে শিরোপা জিতেছেন সিওনতেক। পোলিশ এই টেনিস তারকার রোলাঁ গাঁরোতে এই ইভেন্টে টানা ২১ ম্যাচ জিতেছেন। এর আগে চারবার গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠে একবারও খালি হাতে ফেরেননি। সেই ধারা ধরে রাখলেন ১২তম বাছাই জেসমিন পাওলিনিকে হারিয়ে। ৬-২, ৬-১ গেমে ফাইনালে জিতলেন সিওনতেক। টানা চারবার ফ্রেঞ্চ ওপেন জেতা এই ২৩ বছর বয়সী তারকা ২০২২ সালে ইউএস ওপেনও জিতেছিলেন। এদিকে শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াই জিতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাস। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভ। আলকারাস এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন। এর আগে গত বছর উইম্বলডন ও ইউএস ওপেন জেতার স্বাদ পেয়েছেন তিনি। জভেরেভকে ফাইনালে হারাতে পারলেই চার গ্র্যান্ডস্লামের তিনটিই জেতা হয়ে যাবে তার।