হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের মতবিনিময়

3

হিজরি নববর্ষ ১৪৪৬ বরণে হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা ২৫ মে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন মাহমুদ। মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের মহাসচিব (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম। সভায় বক্তারা বলেন, দেশের যুব তরুণদের এক বড় অংশহই আজ বিপথগামী ও দিশেহারা। অনেকে বেরকারত্ব ও কর্মহীন হয়ে হতাশায় নিমজ্জিত। এই সম্ভাবনাময়ী যুব তরুণদের নিয়ে সরকারী বড় কোনো পরিকল্পনা ও উদ্যোগ নেই। সুস্থ নির্মল সংস্কৃতির প্রসার ঘটিয়ে যুবসমাজকে বিপথগামিতা থেকে বাঁচাতে হবে। নৈতিকতাধর্মী সংস্কৃতির প্রসার ঘটাতে হবে। আগামী ৮ জুলাই হিজরি নববর্ষ ১৪৪৬ বরণের অনুষ্ঠানে সবাইকে অংশশ্রহণ করার আহŸান জানান বক্তারা।
আলোচনায় অংশ নেন ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আলী হোসাইন, প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ কবির উদ্দিন নুরী, মুহাম্মদ আমান উল্লাহ, সৈয়দ মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ মামনুর রশিদ জাবের, আব্দুল্লাহ আল মাসুম, মুহাম্মদ ওসমান গণি কাদেরী, মুহাম্মদ নুরে রহমান রনি, সৈয়দ মুহাম্মদ তারেক প্রমুখ। বিজ্ঞপ্তি