হাসানুল করিম মানিকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

3

ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভারপ্রাপ্ত ভিপি হাসানুল করিম মানিকের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ মে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বাদ আছর কলেজ মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের পেস ইমাম মাওলানা আবদুর ওয়াদুত। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকি, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. গোলাম, মো. দস্তগীর, সাবেক কেন্দ্রীয় সদস্য রাজেস বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, নুরুল ইসলাম সুমন, নেতা রেজাউল করিম রিটন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২১ মে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন হাসানুল করিম মানিক। বিজ্ঞপ্তি