হাটহাজারীতে ৫১শ পিস সেগুন কাঠ জব্দ

8

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী পৌরসভা এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫১শ পিস অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত রবিবার রাত দেড়টার দিকে পৌরসভার রংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারমিন, এনএসআই’র প্রতিনিধি দল ও বন বিভাগের কর্মকর্তাসহ হাটহাজারী মডেল থানা পুলিশের সদস্যরা।
এ ব্যাপারে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫১শ পিস সেগুন গাছ জব্দ করা হয়। এ সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। কিছু গাছের মার্কিং নম্বর থাকলেও অনেক গাছে কোন মার্কিং নম্বর নেই, অর্থাৎ সরকারি ক্রয়াদেশের সাথে অধিকাংশ গাছ মিক্সড হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে তদন্তপূর্বক নিয়মিত মামলা করার জন্য বন বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।