হাটহাজারীতে ইউনুস গণির পক্ষে ভোট চাইলেন আনিস

4

হাটহাজারী প্রতিনিধি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস গণি চৌধুরীর (আনারস) সমর্থনে ফতেপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
গত বুধবার রাতে উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরীর সমর্থনে এই মতবিনিময় সভায় আয়োজন করে। সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, হাটহাজারীতে কোন চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের স্থান হবে না। এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে ইউনুস গণি চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি (ইউনুস গণি) একজন যোগ্য প্রার্থী। তার বিরুদ্ধে হাটহাজারীতে কোন রকমের অনৈতিক কোন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ নেই।
উক্ত ইউনিয়নের জনগণ পাড়া শাহী জামে মসজিদ সভাপতি আবুল বশর বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, সদস্য শাকের উল্লাহ চৌধুরী, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আনন্দ বিকাশ বড়ুয়া ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়নুল আবেদীন। মো. উসমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মহিনউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কাদের, মোহাম্মদ মুসা, বিবি নারগিস ফাতেমা, রুবি আকতার, অ্যাডভোকেট ইলিয়াস, অ্যাডভোকেট রাজু বড়ুয়া, নাসির সওদাগর, আবদুল খালেক, মো. জাফর, মো. ইব্রাহিম, নুরুল আলম, শফিউল আলম, মো. রফিক, অর্পণ বড়ুয়া, নাঈম উদ্দিন মানিক, ইফতিয়াজুল আলম কাজল, মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার ফয়সাল, মো. শাকিল, মো. নাঈম এবং নাঈম উদ্দিন রকিব প্রমুখ।