হাটহাজারীতে আল হাবিব হজ কাফেলার কর্মশালা

5

হাটহাজারী প্রতিনিধি

উত্তর চট্টলার প্রাচীনতম হজ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান আল হাবিব হজ কাফেলার ব্যবস্থাপনায় আয়োজিত হজ কর্মশালা সম্পন্ন হয়েছে। ১ জুন রাত ৯টার দিকে হাটহাজারী পৌরসভার একটি হোটেলে উক্ত কাফেলার চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির এর সভাপতিত্বে ওই হজ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার সদরুল মুদাররিস ও শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ। এ সময় তিনি বলেন, ইসলামের মূল স্তম্ভসমূহের পঞ্চমটি হল হজে বায়তুল্লাহ। ঈমান, নামায, যাকাত ও রোযার পরই হজ্বের অবস্থান। হজ মূলত কায়িক ও আর্থিক উভয়ের সমন্বিত একটি ইবাদত। তাই উভয় দিক থেকে সামর্থ্যবান মুসলিমের উপর হজ পালন করা ফরয।
মাওলানা এমরান সিকদার মাওলানা নিজাম সাইয়িদ পরিচালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমী। কর্মশালায় বক্তব্য দেন মাওলানা ওসমান ফয়জী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা হাফেজ আহমদ দিদার কাসেমী, মুফতী মুহাম্মদ আলী কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ নদভী, মাওলানা মুফতী আব্দুল আজিজ, মাওলানা মীর ইদরিস নদভী, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মাওলানা শফিউল আলম, নূর মুহাম্মদ, মাওলানা ক্বারী শহিদুল্লাহ, মাওলানা কামরুল ইসলাম এবং মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।