হাটহাজারীতে আগুনে পুড়েছে চার বসতঘর

3

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মদার্শা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি পরিবারের বসতঘর পুড়ে গেছে তারা নিঃস্ব হয়ে গেছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উত্তর মাদার্শা ৫নং ওয়ার্ডের গুনান চৌধুরী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২০ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম জানান, হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে উক্ত বাড়ির তজু মিয়া চৌধুরী প্রকাশ তজু বলির ব্রিটিশ আমলের সেমি পাকা ঘরে অগ্নিকান্ডে সম্পূর্ণ পুড়ে যায় । এ সময় ওই চার পরিবারের মূল্যবান আসবাবপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে মো. মানিক, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ বাচা, মোহাম্মদ বাবুল এর ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে চার পরিবার সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ ফজল মিয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ৪টি বসতঘর একেবারে পুড়ে গেছে। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।