হাজী ক্যাম্প একাদশ ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

6

নগরীর পাহাড়তলীস্থ স্বেচ্ছাসেবী সংগঠন হাজী ক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। ১ মে সকাল ১০টায় পাহাড়তলী হাজীক্যাম্প মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ১৩নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মো. আসলাম হোসেন প্রমুখ। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। হাজী ক্যাম্প একাদশ ক্লাবের সভাপতি মো. আলী রেজার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, ডা. নেপাল দাশ গুপ্ত, সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মো. জহুর মিয়া, উপদেষ্টা আবু বকর ছিদ্দিক, হাজী মো. দিদারুল হক, যুবলীগ নেতা মো. আলমগীর, মাসুক মোসাদ্দেক আলী মিতু, বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুপ, বনসাই শিল্পী এমজি জাকেরিয়া ও মো. আলী আজগর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানুষের সেবায় হাজী ক্যাম্প একাদশ ক্লাব কাজ করে যাচ্ছে। ক্লাবের যে কোন গঠনমূলক কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। মেডিকেল ক্যাম্পে দুই হাজারেরও বেশি দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. প্রকাশ কুসুম বড়ুয়া, ডা. নেপাল দাশ গুপ্ত, ডা. কিশোর কুমার আচার্য, ডা. সৌরভ রায় চৌধুরী, ডা. ঐশী দাশ গুপ্ত, ডা. সানজিদা আলম শিফা, ডা. আইনুল ইসলাম, ডা. মো. সায়েম, ডা. সরোয়ার হোসেন, ডা. সরোজ কুমার রায় প্রমুখ। বিজ্ঞপ্তি