হজের উদ্দেশ্যে যাত্রা করলেন মেয়র হজ কাফেলার হাজীরা

4

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন মেয়র হজ কাফেলার হাজীরা। ২৪ মে বিকাল ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ১৩৭ ফ্লাইটযোগে ২১৫ জন হাজী চট্টগ্রাম থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে একইদিন সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের বিজি ৩৩১ ফ্লাইট যোগে ৭৬ জন হাজী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওয়ানা করেন। চট্টগ্রামের প্রথম নির্বাচিত মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত মেয়র হজ কাফেলার নির্বাহী পরিচালক খোরশেদ আলম সুজনের নেতৃত্বে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে সর্বমোট ৪৮৫ জন হাজী এবার মেয়র হজ কাফেলার অধীনে হজ¦ পালন করবেন। বাকী হাজীগণ ৫ এবং ৬ জুন মক্কা শরীফের উদ্দেশ্যে রওয়ানা করবেন। মদিনা শরীফের মসজিদে নববী থেকে ৫০ মিটার দূরত্বে চার তারকা হোটেল নজুল রয়েল ইন এবং মক্কা শরীফে ইব্রাহিম খলিল সড়কের মেয়র গলিতে হোটেল মাসারাত কিংডম-৩ হোটেলে মেয়র হজ¦ কাফেলার হাজীগণ অবস্থান করবেন। ইতোমধ্যে মেয়র হজ কাফেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩৯নং মুয়াল্লিম এর তত্ত¡াবধানে মক্কা ও মদিনায় যাবতীয় সেবা গ্রহণ করবেন মেয়র হজ কাফেলার হাজীগণ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়র হজ কাফেলার হাজী সাহেবানদের বিদায় জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, হাসিনা মহিউদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি