হকার্স নেতাদের মুক্তির দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল

3

চট্টগ্রাম মহানগর দারুল ফজল মার্কেটের সামনে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতি, চট্টগ্রাম হকার্স লীগ, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির যৌথ উদ্যোগে হকার্স নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল সকালে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি প্রবীণ কুমার ঘোষ। সভা সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আমিন মিয়া। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, আবু বক্কর, জসিম উদ্দিন, আবদুল বাতেন, আবুল কালাম, মো. সিদ্দিক, মো. সৈয়দ, সালাহ উদ্দিন, সাইফুল ইসলাম বাচা, মো. দুলাল, মো. ইয়াছিন, মো. জসিম সিকদার, মো. আলী, মো. সেলিম, আবুল বশর, মো. মজিব, মো. দেলোয়ার, আমির হোসেন বাচ্চু, মো. জসিম, শাহ আলম, ইউনুছ, আনোয়ার, খন্দকার দেলোয়ার, টিটু, মাইন উদ্দিন, মো. রুবেল, মো. ইলিয়াছ ভূঁইয়া, মোহাম্মদ ইসমাইল, মো. এমরান হোসেন সহ প্রমুখ।
বক্তারা বলেন, কারা নির্যাতিত ১১ জন নেতা যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে, চট্টগ্রামের হকার্স সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন গড়ে তুলবে। নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল দারুল ফজল মার্কেট এর সামনে থেকে পুরাতন স্টেশন হয়ে কোতোয়ালী মোড় ঘুরে কোর্ট বিল্ডিং হয়ে পুনরায় দারুল ফজল মার্কেটে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি