স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার শিক্ষা: পেয়ারুল

4

চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উদ্বোধক ছিলেন চবি ভিসি অধ্যাপক ড. মো. আবু তাহের। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, নতুন শিক্ষাক্রম তৈরি করেছি শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, সকলের পরামর্শ ও অংশগ্রহণের মধ্যদিয়ে। এমন শিক্ষাক্রম তৈরি করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়। পরীক্ষা থাকবে, তবে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা করে করে শিখবে, সক্রিয় শিখন হবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে। শিক্ষার্থী যা শিখবে তা প্রয়োগ করতে শিখবে। কেমন করে শিখতে হয় তাও শিখবে। পরীক্ষা ভীতি থাকবে না। মুখস্ত বিদ্যার বালাই থাকবে না। স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার শিক্ষা।
উদ্বোধকের বক্তব্যে চবি ভিসি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এ দেশ গঠনে শিক্ষকরাই বড় ভূমিকা রাখতে পারেন। শিক্ষকদের প্রচেষ্টার ফলে একজন শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারে। সংগঠনের সভাপতি এম ইলিয়াছ খান আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, আলীমুজ্জামান আলম। বিজ্ঞপ্তি