স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থায় পরিণত করতে হবে: এম এ মোতালেব

6

হাসপাতাল মনিটরিং এর বিষয়ে জোরদার করতে হবে। হাসপাতালে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন বাড়াতে হবে। প্রাইভেট হাসপাতালের চাইতে সরকারি হাসপাতালের মান অনেক ভাল। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ব্যাপক উন্নয়ন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে জনগণের আস্থায় পরিণত করতে হবে বলে মন্তব্যে করেছেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের সংসদ সদস্য, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মোতালেব এমপি।
১১ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে লোহাগাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সাংসদ আবদুল মোতালেব সিআইপি আরও বলেন, রোগীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তাদের সাথে চিকিৎসকরা খারাপ আচরণ করতে পারবেনা। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিকগুলোতে সুযোগ সুবিধা আরো বাড়াতে হবে।
সাংসদ আবদুল মোতালেব সিআইপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, কেবিন ঘুরে দেখেন, রোগীদের সাথে কথা বলেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এমএস মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ।
সভায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ কেএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুনা আকতার, পদুয়া ইউপি সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইশতিয়াকুর রহমান, ডাঃ সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, ডাঃ কানিজ নাছিমা আকতার, সহকারী সার্জন ডাঃ আতিকুর রহমান, ডাঃ সোহেল চৌধুরী, ডাঃ জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সরওয়ার কামাল, ল্যাব টেকনেশিয়ান দিদুল সিকদার, হিসাবরক্ষক শহীদুল ইসলাম, পরিসংখ্যানবিদ আবুল কালাম আজাদ, ম্যালেরিয়া বিভাগের আবদুর রহমান মন্ডল, অফিস সহকারী এসএম সালাহ উদ্দিন অনিকসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা পরিষদ নব নির্বাচিত সভাপতি খোরশেদ আলম চৌধুরী,ভাইস চেয়ারম্যান এমএস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।