স্বাস্থ্যসেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিচ্ছে সরকার: সনি

4

ফটিকছড়ি প্রতিনিধি

বর্তমান সরকারকে স্বাস্থ্যসেবাবান্ধব সরকার উল্লেখ করে ফটিকছড়ির এমপি খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় ফটিকছড়িতেও ১শত শয্যা হাসপাতাল ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। দুর্গম এলাকাগুলোতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হচ্ছে। তিনি ১ মে ফটিকছড়ি ডক্টর’স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফটিকছড়ি ডক্টর’স এসোসিয়েশনের আহবায়ক ডা. জয়নাল আবেদীন মুহুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আরেফীন আজিমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বি এম এ এর সেক্রেটারি ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. খুরশিদ জামিল চৌধুরী। বক্তব্য রাখেন ডা. মুর্তুজা রেজা হাসান, ডা. নিখি আখতার, ডা. প্রীতি বড়ুয়া, ডা. জাহেদ হাসান, ডা. শহিদুল্লাহ, ডা. রাসেল। এসময় ডা. আবুল কালাম, ডা. এম এ কাসেম, ডা. দিদারুল আলম, ডা. সৈয়দ আলম কুরাইশী, ডা. মো. খায়রুল আমিন, ডা. আরাফাত আজিম, ডা. আহমেদ রিজোয়ান আনোয়ার মাশরাফি, ডা. সাইফুল ইসলাম নাইম, ডা. রিয়াজ হামিদ, ডা. নাহিদা শারিন তান্নীসহ উপজেলার নবীন-প্রবীন প্রায় ২শত ডাক্তারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডা. জয়নাল আবেদীন মুহুরীকে পুনরায় আহবায়ক ডা. আরেফীন আজিমকে সদস্য সচিব করে আগামী ১বছরের জন্য ফটিকছড়ি ডক্টর’স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত হয়।