স্পেনকে ফেভারিট বলছেন ইংল্যান্ড কোচ

8

ইউরোর সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে স্বস্তিতে নেই ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। কারণ ফাইনালে সামনে দুর্দান্ত ফর্মে থাকা অলআউট ফুটবল খেলা স্পেন। এজন্য কোচ শিষ্যদের সতর্ক হয়ে খেলতে বলেছেন। একই সাথে কেন-বেলিংহ্যামদের বলেছেন, দুর্দান্ত স্পেনকে হারাতে তাদের ‘পারফেক্ট’ ফুটবল খেলতে হবে। জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। ৭৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।
দুর্দান্ত স্পেন সম্পর্কে সাউথগেটের মূল্যায়ন, ‘আসরে স্পেন এখন পর্যন্ত যা করেছে তাতে ফাইনালেও দলটি ফেভারিট। গত তিন ফাইনালের আগে তারা একদিন করে বেশি সময় পেয়েছে, সম্ভবত আরও বেশি। কৌশলগতভাবে আমাদের নিখুঁত হতে হবে, কারণ তারা একটি ভালো দল।’
‘তারাই সেরা দল, সেটা মাঠে ঠিক হয়ে যাক। এ ম্যাচটি জিততে আমাদের নিখুঁত হতে হবে এবং আমাদের দলে যা আছে সেগুলো দিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’