স্ত্রীর মামলায় বরখাস্ত বিচারক দেবাংশু কুমার

2

আইনমন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী বিচারক দেবাংশু কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যৌতুক দাবির অভিযোগে স্ত্রী হৃদিতা সরকারের করা মামলাটি বিচারের জন্য আমলে নেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়েছে।
২০২২ সালে যৌতুক দাবির অভিযোগে স্বামী দেবাংশু কুমার সরকার ও তার বাবাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন হৃদিতা সরকার। পিবিআই মামলা তদন্ত করে অভিযোগপত্র জমা দিলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তারা উচ্চ আদালত থেকে জামিনও পান। খবর বিডিনিউজের
দেবাংশু কুমার রংপুরের জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালত-২ এর বিচারক ছিলেন। মামলা দায়েরের পর কর্মস্থল থেকে সরিয়ে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য আমলে নেওয়ার পর সাময়িক বরখাস্তের আদেশ এলো।