সৌদি আরবে ঈদ ১৬ জুন

1

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত হবে আগামি ১৬ জুন। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামিকাল (আজ) শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ (১৬ জুন) দেশটিতে ঈদুল আযহা উদ্যাপিত হবে।
বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা কবে, তা জানা যাবে আজ। ঈদুল আযহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।