সোনাইছড়িতে শোহদায়ে কারবালার স্মরণে আজিমুশশান নুরানী মাহফিল

7

সীতাকুন্ড প্রতিনিধি

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক ইসলামী স্কলার আবুল আসাদ মোঃ জুবায়ের রজবী বলেছেন, যুগে যুগে যতবার ইসলামের উপর আঘাত এসেছে ইসলাম ততবারই আরও অধিক শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে। কোনকালেই ইসলাম পরাজিত হয়নি, পরাভূত হয়নি। এখলাসের নিশানা যতবার তাক করেছে প্রতিবারই বিজয়ের সানাই বেজেছে, ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে।
ঐতিহাসিক কারবালার রক্তঝরা ঘটনার পরিপ্রেক্ষিতে মহররম মাস আরো স্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসের পাতায়। ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদতের অমিয় সুধা পান করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত হোসাইন (রা.) ও আওলাদের রাসুল (স.) সাহাবীগণ।
গতকাল শনিবার রাতে সীতাকুন্ডের সোনাইছড়ির কেশবপুর হাজী আবদুল মোতালেব সারেং জামে মসজিদে পবিত্র শোহদায়ে কারবালার স্মরণে আজিমুশশান নুরানী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন, মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসান আল কাদেরী, মাওলানা আতিক উল্লাহ, মো. আলা উদ্দীন, মো. তাজ উদ্দীন কন্ট্রাক্টর, মাওলানা মো. সিরাজুদ্দৌলা, শাহ মো. এমরান হোসেন, শ্রমিন নেতা মো. মাহবুব আলম, মোহাম্মদ সালাউদ্দিন ও মো. আমিনুল ইসলাম প্রমুখ।