সৈকতের পানিতে ভাসছে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ি!

3

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারার পারকি সৈকতের পানিতে ভাসছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি জিপ। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চরে আটকে যাওয়া জিপটি সন্ধ্যায়ও উদ্ধার করা হয়নি। গাড়ির সামনে জরুরি তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। তবে কোন কর্মকর্তা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
গাড়িটির চালক পরিচয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, ‘শনিবার সকালে আমরা পটিয়া থেকে (ঢাকা মেট্রো ঘ-১১-১৩৩৩) ও (ঢাকা ল-৭৮) নম্বরের দুইটি গাড়ি নিয়ে ভ্রমণের উদ্দেশ্য পারকি সমুদ্র সৈকতে আসি। দুই গাড়িতে আমরা ১২ জন ছিলাম। জিপটি (ঢাকা-ল ৭৮) সৈকতে নামার পর বালুতে আটকে যায়, পরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এখনও উদ্ধার করতে পারিনি। আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসে কর্মরত।’
এ ব্যাপারে হুমায়ুন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘সকালে গাড়িটি নিয়ে সৈকত থেকে তিনশত ফুট দূরে সাগরের পানিতে চালাতে দেখি। দুপুরের দিকে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় গাড়িটি আর উদ্ধার করতে পারেনি তারা।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘পারকি সৈকতে গাড়ি আটকে যাওয়ার কথা শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’