সুরধ্বনির যন্ত্রসংগীতের অনুষ্ঠান সুরতরঙ্গ

1

সুরধ্বনি সঙ্গীতালয় আয়োজিত যন্ত্রসংগীত সন্ধ্যা সুরতরঙ্গ ১০ মে সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যন্ত্র সঙ্গীতের সাথে তারুণ্যের মিতালী যত বেশি হবে ততই সমাজের জন্য সুখকর এই বিশ্বাসেই সুরধ্বনির পথচলা। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, শিল্পী শ্যামল মিত্র ও সভাপতিত্ব করেন প্রকৌশলী নীপেশ রঞ্জন হোড়, এরপর সমবেত যন্ত্রসঙ্গীত পরিবেশনায় রাগ মালকোষ ও রবীন্দ্র সংগীত মোরবীনা উঠে কোন সুরে বাজি। শিল্পীরা হচ্ছেন- সৈয়দ আদিব শাবাজ, অনুপম দাশ, সৌগত বণিক (পরাগ), ইরাবতী দাশ, দীপ্তিমান দাশ, প্রময় নাগ, শ্রেয়াস দাশ, অপ্রতিম দাশ, উৎকর্ষ বড়ুয়া, আদ্রিক ভট্টাচার্য্য, সৃজয় সাহা, আদৃতা দত্ত, ইপ্শিতা বড়ুয়া, পূর্ণা সেন, প্রতীক ভট্টাচার্য্য, শ্রীজা শীল, কাঁকন মজুমদার, রাজ প্রিতম ঘোষ। পরে এস্রাজ, স্প্যানিশ গিটার, বেহালা ও হাওয়াইয়ান গিটারে একক পরিবেশনায় থাকবেন শিল্পী গৌরী শংকর ধর, সৈয়দ আদিব শাবাজ, মায়া দে, রাজ প্রিতম ঘোষ, ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, ডা. মৌমিতা ঘোষ, অভ্যর্থনা দাশ, বিশুতোষ তালুকদার, পূর্ণা সেন, রাজ কিশোর ঘোষ, সমীর ধর অপু, অদ্রিজা ভট্টাচার্য্য, অনুপম দাশ, ইলিয়াছ ইলু, ডা. সুজিত কুমার বিশ্বাস, সাথী দে, রাজীব চৌধুরী, অরূপ তালুকদার ও মঞ্জুরুল হক মঞ্জু। সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী মদন মোহন ঘোষ, তবলায় পলাশ দেব, কী বোর্ডে হিল্লোল রায়, এস্রাজে মদন মোহন ঘোষ, অক্টোপ্যাডে মুন দে, বেইজ গিটারে এস এম শাহজাহান নৃত্য পরিচালনায় রাজেশ চক্রবর্ত্তী, রাজশ্রী কানুনগো, সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল ও ফাল্গুনী চৌধুরী। বিজ্ঞপ্তি