সীতাকুন্ড ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন

11

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাড়বকুন্ড স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলায় সীতাকুন্ড ডিগ্রী কলেজ ১-০ গোলে ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজকে হারিয়ে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সীতাকুন্ড ডিগ্রী কলেজ ফুটবল দলের খেলোয়াড় মোঃ আবু সাঈদ একমাত্র গোলটি করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। এসময় বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, বিজয় স্মরণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল, সীতাকুন্ড ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুবীর কান্তি নাথ, উপাধ্যক্ষ মোঃ মুসা এবং উভয় দলের টিম ম্যানেজারসহ কলেজের ক্রিড়ানুরাগী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।