সীতাকুন্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

4

সীতাকুন্ড প্রতিনিধি

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সীতাকুন্ডে ৯ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকাল ৩টায় সীতাকুন্ড পৌর সদরের সীতাকুন্ড ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরাতন রোড হয়ে দক্ষিণ বাইপাস এরপর উত্তর বাইপাস হয়ে সীতাকুন্ড পৌরসভার সামনে এসে তা সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সরকারের পদত্যাগ দাবি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি পালন করে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা পৌরসদরের বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
এ সময় অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পিছনে পিছনে শান্তিপূর্ণভাবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুন্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন ও ওসি (তদন্ত) মো. সোলাইমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় নিহাল নামের এক শিক্ষার্থী বলেন, ‘সীতাকুন্ড উপজেলার মধ্যে এখনো বৈষম্যবিরোধী ছাত্রদের কোন কমিটি গঠন করা হয়নি। তবে খুব দ্রæত তা করা হবে।’ সীতাকুন্ড পৌরসভা কার্যালয়ের সামনে সীতাকুন্ড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো, মুসা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে সাধারণ মানুষের যেন কোন ক্ষতি না হয়।’