সীতাকুন্ডে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

6

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে পাহাড় কাটার অভিযোগে মীর ব্রিকস ইন্ডাস্ট্রিস নামে একটি ইট ভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাহাড় কেটে রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ করায় এক নারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে নির্বাহী কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান,সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ এলাকায় পাহাড় কাটার দায়ে মীর ব্রিকস্ ইন্ডাস্ট্রিসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়ছে। এছাড়া মজনু খন্দকারকে হাতেনাতে গ্রেপ্তার করে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া জঙ্গল লতিফপুর এলাকার মীরপুর আবাসিক এলাকায় পাহাড় কেটে রাস্তা ও গাইডওয়াল নির্মাণের দায়ে সালমা খানম নামে এক নারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাহাড় কাটা রোধে জনসচেতনতা তৈরির লক্ষে মাইকিং করা হয় ও সাইনবোর্ড স্থাপন করা হয়।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, মো. আশরাফ উদ্দিন, সদর দপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাফ।