সীতাকুন্ডে দুটি বন্দুকসহ ডাকাত গ্রেপ্তার

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে দেশে তৈরি দুটি এক নালা বন্দুক ও কার্তুজসহ মো. সালেহ উদ্দিন (৩৭) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাত বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল দেলু মলিসার বাড়ির মৃত গিয়াস উদ্দিনের পুত্র।
জানা গেছে, গতকাল সকালে সালেহ উদ্দিন অস্ত্রসহ সিএনজি চালিত ট্যাক্সিযোগে বারৈয়াঢালা বাজারে আসলে কয়েকজন যুবকের সন্দেহ হয়। তখন তারা ট্যাক্সিটির গতিরোধ করেন। এরপর ট্যাক্সিতে থাকা সালেহ উদ্দিনকে তল্লাশি শুরু করলে দুটি বন্দুক ও ছয়টি কার্তুজ পাওয়া যায়। এরপর স্থানীয়রা তাকে আটকে রেখে সেনাবাহিনী ও পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
সীতাকুন্ড মডেল থানার এসআই মো. কায়েমুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় এ ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে একনলা দুটি বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করেছি। পরে তাকে বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা পরবর্তী জেলা হাজতে করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও সীতাকুন্ড থানায় ডাকাতির অভিযোগে মামলা হয়েছিল।