সীতাকুন্ডে এমপি’র হস্তক্ষেপে মুক্ত দিনমজুর নিজাম

6

সীতাকুন্ড প্রতিনিধি

এনজিও সংস্থা টিএমএসএস’র কিস্তির টাকা দিতে না পারায় নিজাম উদ্দিন নামে এক দিনমজুরকে জমিতে কাজ করা অবস্থায় ধরে আটক করে রাখে। বিষয়টি নিয়ে গতকাল দৈনিক পূর্বদেশে সংবাদ প্রকাশিত হয়। এতে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক তাঁর ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফকে এ ব্যাপারে টিএমএসএস এর ম্যানেজারের সাথে কথা বলে তাঁকে জানানোর নির্দেশ দেন। এরপর সাইদুর রহমান মারুফ টিএমএসএস এর সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমপির নির্দেশনা মোতাবেক তাকে ছেড়ে দিতে বলেন।
এ ব্যাপারে সাংসদ এস এম আল মামুন বলেন, ‘বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি তাৎক্ষণিক টিএমএসএস এর সংশ্লিষ্টদের সাথে কথা বলতে আমার ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফকে নির্দেশ প্রদান করি।’
সাইদুর রহমান মারুফ বলেন, ‘এমপি মহোদয়ের নির্দেশে আমি টিএমএসএস’র ম্যানেজারের সাথে কথা বলি এবং দিনমজুরকে ছেড়ে দিতে বলেছি। একই সাথে আগামীকাল (রবিবার) এমপি মহোদয়ের নির্দেশে দিনমজুর নিজাম উদ্দীনকে সাথে নিয়ে টিএমএসএস বানুবাজার ব্রাঞ্চে গিয়ে কিস্তির টাকার বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নিব।’
প্রসঙ্গত, ভাটিয়ারী বানুবাজার এলাকায় এনজিও সংস্থা টিএমএসএস থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভী কিনেন দিনমজুর নিজাম। এরই মধ্যে উক্ত দিনমজুর এ ঋণের জন্য ধার্য্য ৪৬টি কিস্তির মধ্যে ১১টি কিস্তি পরিশোধ করেন। কিন্তু গাভিটি বাচ্চা প্রসবের সময় মারা যায়। তারপরও তিনি মাফিক কিস্তি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মাঝে-মধ্যে তিনি কিস্তি পরিশোধে ব্যর্থ হন। এতে তার কিস্তি পরিমাণ বেশি বকেয়া থেকে যায়। তাই গত শুক্রবার দুপুর ১২টার দিকে নিজাম উদ্দিন অন্যের কৃষি জমিতে কাজ করার সময় এনজিও সংস্থার মাঠকর্মী জিয়াসহ কয়েকজন মিলে তাকে ধরে বানুবাজারস্থ টিএমএসএস অফিসে নিয়ে আটকে রাখে।