সিলেটে আবারো রেকর্ড তাপমাত্রা

4

ক্রমশ চোখ রাঙানি দিচ্ছে সিলেটের প্রকৃতি। বদলাচ্ছে আবহাওয়ার ধরন। গত ১৬ মে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ে সিলেট। গত বৃহস্পতিবার সেটি ভেঙে মৌসুমের তাপমাত্রা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার বেলা ৩ টায় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর সিলেট। এটিই চলতি মৌসুমে এখন পর্যন্ত সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সন্ধ্যা ছয়টার রেকর্ডে যদি তাপমাত্রা আর না বাড়ে তাহলে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। প্রচন্ড তাপপ্রবাহে নাজুক অবস্থা জনজীবনে। খবর বাংলানিউজের
আগেরদিন গত বৃহস্পতিবার বেলা তিনটার রেকর্ড অনুযায়ী- সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৬ মে সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।