সিজেকেএস ১ম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত

4

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় চলমান সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ এর সুপার ফোর পর্বে কোয়ালিটি-শতাব্দী এবং রেলিগেশন লিগে গতকাল উল্লাস-নিমতলা ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে অর্থাৎ ম্যাচ দু’টিতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ এর পূর্ব নির্ধারীত সুপার লীগ ও রেলিগেশন লীগে অংশগ্রহণকারী দলসমূহের খেলা আজ ২৭/০৫/২০২৪ইং হতে স্থগিত করা হয়েছে। উক্ত খেলাসমূহ আরম্ভের তারিখ পরিবর্তীতে যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে।