সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগে পাইরেটসের ৬ষ্ঠ জয়

8

ক্রীড়া প্রতিবেদক

সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৬ষ্ঠ জয় পেয়েছে পাইরেটস অব চিটাগাং। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্রেন্ডস ক্লাবকে ৪০ রানে পরাজিত করে পাইরটেস অব চিটাগাং। আগের দিনের বৃষ্টির কারনে ৫০ ওভারের পরিবর্তে ম্যাচটি নির্ধারিত হয় ২০ ওভারে। টসে জিতে ব্যাট করতে নামা পাইরেটস ইনিংসের প্রথম ওভারেই কোন রান যোগ হওয়ার আগেই দুই উইকেট হারায়। শিপনের বলে ফিরেন রোকন এবং সাদ্দাম। এরপর মাইনুদ্দিন রিপনকে ফেরান শাওন কাজি। ১১ রানে ৫ উইকেট হারিয়ে যখন চাপে পাইরেটস তখন আঘাত হানেন হাসান মুরাদ মুন্না। তার গতির কাছে হার মেনে ফিরেন ওমর হাসান এবং মো. রুবেল। ৪৫ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন তওসিফ এবং শাহাদাত হোসেন হৃদয়। ৪২ রান যোগ করেন দুজন। ২১ রান করা শাহাদাত হোসেন হৃদয়কে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন রকিবুল। তওসিফ শেষ পর্যন্ত হার মানেন। দলকে ১১৪ রানে পৌছে দিয়ে ফিরে যান এই ওপেনার। ৬৪ রান করে ওসমান গনির বলে সৌরভের হাতে ক্যাচ দেন তওসিফ। শেষ দিকে মহিউলের ১৩ রানের সুবাদে ২০ ওভারে ১২২ রান সংগ্রহ করে পাইরটেস অব চিটাগাং। ১৬ রান করেন ওমর হাসান। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শিপন, মুন্না এবং ওসমান গনি।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার সৌরভকে হারায় ফ্রেন্ডস ক্লাব। ৮ রানে যেতে আরেক ওপেনারকেও ফেরান শুভাগত হোম। এরপর পাইরেটসের অধিনায়ক মো. রুবেলের ঘূর্ণিতে একের পর সাজ ঘরে ফিরতে থাকে ফ্রেন্ডস ক্লাবের ব্যাটাররা। তবে শেষ দিকের ব্যাটারদের চেষ্টায় ৮২ রান পর্যন্ত যেতে সক্ষম হয় ফ্রেন্ডস ক্লাব। দলের পক্ষে সাহেদুল ইসলাম ১৫, রাকিবুল হোসাইন ১৫, মুন্না ১১, ওছিয়র রহমান ১৬ এবং ওসমান গনি করেন ১৩ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে রুবেল ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন বেলাল, শুভাগত হোম এবং মহিউল ইসলাম পাটোয়ারী।
আজকের খেলা : সিটি কর্পোরেশন বনাম শহীদ শাহজাহান সংঘ।