সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের জয়

3

ক্রীড়া প্রতিবেদক

সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২৪ আসরে গতকালের খেলায় ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ৩৭ রানে চসিক একাদশকে পরাজিত করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে সকালের বৃষ্টির কারণে বিলম্বে খেলা মাঠে গড়ালে ২৮ ওভারে নির্ধারণ করা হয়। প্রথমে ব্যাট করে ইস্পাহানি ক্লাব ২৭.২ ওভারে ১৮২ রান করে সবাই আউট হয়। এরপর জয়ের জন্য ডি/এল পদ্ধতিতে চসিক একাদশকে ২৮ ওভারে ১৪৯ রানের লক্ষ্যমাত্রা দেয়া হলে তারা ৮ উইকেটে ১৫১ রানে থামে। বিজয়ী দলের ওপেনার আবদুল্লাহ আল মামুন সর্বোচ্চ ৭৪ রান করার পর বল হাতে ১৪ রানে ৩ উইকেট তুলে নেন। ৬৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় মামুন এ ইনিংস উপহার দেন। সংক্ষিপ্ত স্কোর: ইস্পাহানি ক্লাব:১৮২/১০/২৭.২ (আল মামুন ৭৪, কামরান দিকি ৫৫, নোমানুর ১৩, সামসুর ১৩, রিয়াদ ১১, সাজ্জাদ ৪/২৭, তানভির নান্না ২/৩৪, আনিসুল ৩/৩৪), চসিক একাদশ: ১৫১/৮/২৮ (শরিফুল পাভেল ৫৩, আরিফ রেজা ৩৩, তাওসিফ ১৮, আশফাক ১৫*, রনি চৌধুরী ১২, আল মামুন ৩/১৪, সাজ্জাদুর ১/২১, তুহিন ১/৩৪, শাহিদ আবদুল্লাহ ১/৩৮)। এর আগে গত ১ মে’র খেলায় শহীদ শাহজাহান সংঘ ৪ রানে ফ্রেন্ডস ক্লাবের বিরুদ্ধে জিতে দ্বিতীয় জয় পায়। ৮ খেলা শেষে ২ ইস্পাহানি ক্লাব ও শাহজাহান সংঘের ২ জয়ে ৬ পয়েন্ট। একই সংখ্যক খেলায় ৪ জয়ে ফ্রেন্ডস ক্লাবের ১২ পয়েন্ট ও চসিক একাদশের শূন্য পয়েন্ট। এদিকে শহীদ শাহজাহান সংঘ-২৩১/৯/৫০ ( হানিফ ৩৪, সাদমান বিন খান ৪৩, কাদের রাসেল ৫০, অনিক ১৫, নবীন ৩৭, ইকবাল ১০, আফফান ১৪, অতি. ১০, খুরশিদ ৩/৩২, হাসান মুরাদ ২/৪৯, উদয় ২/৩৭, শাওন কাজি ১/৩৯), ফ্রেন্ডস ক্লাব: ২২৭/১০/৪৯.১ (উদয় ৬৭, অছিউর ১৭, হাসান মুরাদ ১৯, মেহেদী হাসান ১০, অতি. ১০, শাহা নুর ৩/৪০, নওশাদ ইকবাল ৩/৪৫, আফফান ২/৩০, অনিক ১/৪০, শাহানুর ১/৩০)। আজ প্রিমিয়ার লিগের বিরতি। আগামীকাল ৯ম রাউন্ডের খেলা শুরু হবে। প্রথম দিনে আবাহনী ও ব্রাদার্স প্রতিদ্ব›িদ্বতা করবে।